করোনার মধ্যে ছেলেকে নিয়ে আইসক্রিমের দোকানে ট্রুডো

করোনার কারণে কঠোর বিধি-নিষেধ মেনে চলার কারণে অনেক দেশই সুফল পেতে শুরু করেছে। সেখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।
যেসব দেশে করোনার সংক্রমণ এরই মধ্যে কমতে শুরু করেছে সেসব দেশে লকডাউন কিছুটা শিথিল করে স্বাভাবিক কাজকর্মে ফিরতে শুরু করেছে মানুষ। কানাডাতেও লকডাউন শিথিল হয়েছে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এমন পরিস্থিতিতে নিজের ছেলেকে নিয়ে কিছুটা সময় বাইরে কাটালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি আইসক্রীমের দোকানে গিয়ে ছেলেকে নিয়ে আইসক্রীম কিনেছেন তিনি। এরপরেই বাবা-ছেলে মিলে আইসক্রীম খেয়েছেন।
তবে বাইরে বের হলেও যথেষ্ট নিয়ম কানুন মেনে চলতে দেখা গেছে ট্রুডোকে। ছেলেসহ তাঁকে মাস্ক পরেই কিউবেক প্রদেশের গাতিনিউয়ের একটি আইসক্রীমের দোকানে ঢুকতে দেখা গেছে। ট্রুডোর ছেলে হাড্রিয়েনের বয়স ছয় বছর। বাবা-ছেলে চকলেট ফ্লেভারের আইসক্রীম দারুণ উপভোগ করেছেন।