করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

টানা এক সপ্তাহের ছুটি শেষেই অফিসে ফেরার আগেরদিন করোনায় আক্রান্ত হলেন ফুমিও কিশিদা।

জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় জানায়, গত শনিবার তিনি কাশি ও জ্বরে আক্রান্ত হন। পরে গতকাল রোববার সকালে পিসিআর পরীক্ষা করানো হলে দুপুরে তাঁর করোনা নিশ্চিত হয়।

জুলাই থেকে আগস্টের মধ্যে দ্রুততম সময়ে করোনা সংক্রমণ কমিয়ে ব্যবসা-বাণিজ্যের ধারায় ফিরেত শুরু করেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান। এমন সময় করোনায় আক্রান্ত হলেন দেশটির প্রধানমন্ত্রী।