করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ফাইল ছবি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মাঝারি মাত্রার উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কার্যালয় আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে—করোনায় আক্রান্ত জেসিন্ডা আগামী সোমবার পার্লামেন্টে তাঁর সরকারের কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। তবে, ‘যুক্তরাষ্ট্রে তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি কোভিডে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। আজ শনিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি সঙ্গনিরোধে ছিলেন বলে বিবৃতিতে বলা হয়।

করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত সঙ্গবিচ্ছিন্ন থাকতে হবে।

এদিকে, জেসিন্ডা আরডার্ন আজ শনিবার এক বিবৃতিতে জানান, তাঁর মেয়েরও গত বুধবার কোভিড শনাক্ত হয়েছিল।

জেসিন্ডা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে লিখেছিন, ‘সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত আমি আমার পরিবারের বাকি সদস্যদের মতো কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি।’