করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

Looks like you've blocked notifications!
ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর ছেলে আইনপ্রণেতা এদুয়ার্দো বলসনারো। ছবি : রয়টার্স

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে আইনপ্রণেতা এদুয়ার্দো বলসোনারো (৩৭) করোনায় আক্রান্ত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট বলসোনারোর আরও দুজন সফরসঙ্গীর করোনা পজিটিভের খবর জানা গেছে। তাঁরা হলেন—কৃষিমন্ত্রী টেরেজা ক্রিস্টিনা এবং সলিসিটর জেনারেল ব্রুনো বিয়াঙ্কো। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা’র করোনা শনাক্ত হয়। তাঁকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

বলসোনারো টুইটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।

এদিকে, নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো মাস্ক ছাড়াই অংশ নেন। এর আগে কোভিড-১৯ টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ব্রালিজিলীয় প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট বলসোনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিৎজা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন।

নিউইয়র্ক থেকে ফিরে তিনি তাঁর সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যান। কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।