কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

Looks like you've blocked notifications!
কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভিজোসা ওসমানি। ছবি : রয়টার্স

২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীনতা লাভ করা রাষ্ট্র কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভিজোসা ওসমানি। দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে গতকাল রোববার তাঁকে নির্বাচিত করেন।

আগামী পাঁচ বছরের জন্য কসোভোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এ নারী। যুদ্ধোত্তর কসোভোর সপ্তম ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। এর আগে ওসমানি দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন। খবর আল জাজিরার।

কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দুদিন ধরে বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয়েছে ১১টি ভোট। এ ছাড়া দুটি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করেছে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িকভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

যদিও গত বছর হেগের বিশেষ আদালতে তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনলে পদত্যাগ করেন তিনি।