কাউন্সিল অব ইউরোপ থেকে বেরিয়ে গেল রাশিয়া

Looks like you've blocked notifications!
ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ছবি : রয়টার্স

মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে রাশিয়া।

গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-সহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, রুশ পার্লামেন্ট দুমার ডেপুটি স্পিকার পিওতর টলসটয় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ কাউন্সিল অব ইউরোপের মহাসচিবকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

টলসটয় আরো বলেন, ‘এর দায়ভার ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর বর্তাবে। কেননা, তারা তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে মানবাধিকার ইস্যু আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে।’

‘অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা ও রাজনৈতিক কারণে রাশিয়া কাউন্সিল অব ইউরোপের বার্ষিক চাঁদা দিতে পারবে না,’ উল্লেখ করে তিনি বলে, ‘রাশিয়া নিজের ইচ্ছায় সংগঠন থেকে বের হয়ে গেছে।’

গত ১০ মার্চ রাশিয়া এই সংগঠন থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে।