কানাডার পার্লামেন্ট নির্বাচনে আজ ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Looks like you've blocked notifications!
কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ। ছবি : সংগৃহীত

কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ। ইলেকশনস কানাডার তথ্য মতে, দেশটিতে এবার ভোটার রয়েছেন দুই কোটি ৭০ লাখের বেশি। এর মধ্যে আগাম ভোট দিতে প্রায় ৬০ লাখ কানাডীয় ব্যালট সংগ্রহ করেছেন।

এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের সঙ্গে বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

কানাডার নির্বাচনে স্থানভেদে ভোটগ্রহণ শুরু ও শেষের সময়ের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সবার শেষে ভোটগ্রহণ বন্ধ হবে দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

স্থানীয় নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক মেইল-ইন-ব্যালট জমা পড়ায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে।

সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এতে আসন রয়েছে ৩৩৮টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ১৭০টি আসনে জিততে হবে।

এদিকে আল জাজিরা বলছে, এবারের নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি এবং এরিন ও’টুলের নেতৃত্বাধীন বিরোধী দল কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপে। দুই দলেরই জনপ্রিয়তা ৩১-৩২ শতাংশের মতো। এ ছাড়া জগমিৎ সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টির জনসমর্থন রয়েছে প্রায় ২০ শতাংশ।