কারাবন্দি দেড় হাজার তালেবানের মুক্তির অনুমোদন আফগান প্রেসিডেন্টের
কারাবন্দি দেড় হাজার তালেবান সদস্যকে মুক্তি দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দুই পৃষ্ঠার ওই ডিক্রির একটি কপি পাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, তালেবানের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের খবরে বলা হয়, মুক্তি দেওয়ার আগে তালেবান সদস্যদের কাছ থেকে আর কখনো যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে না, এই মর্মে লিখিত নিশ্চয়তাপত্র নেওয়া হবে। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি এক টুইটবার্তায় বন্দি তালেবানের মুক্তি দেওয়ার বিষয়টি জানান। আফগান প্রেসিডেন্ট স্বাক্ষরিত ওই ডিক্রির কপি কয়েক দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করার কথাও জানিয়েছে তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, আগামী চার দিনের মধ্যেই বন্দিদের নিয়মকানুন মেনে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আফগানিস্তানে দীর্ঘ আঠারো বছরের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র-তালেবানের মধ্যকার ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হওয়ায় আফগান সরকারের এ উদ্যোগ তালেবানের সঙ্গে তাদের সরাসরি আলোচনার সুযোগ করে দেবে।
অন্যদিকে, আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের মুখপাত্র কর্নেল সনি লেগেট একটি বিবৃতিতে নিশ্চিত করেছেন, তালেবানের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ১৩৫ দিনে প্রায় সাড়ে আট থেকে সর্বোচ্চ ১২ হাজার সেনা প্রত্যাহার করবে দেশটি। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি সই হয়। ওই চুক্তিতে অংশ না নিলেও তালেবানের সঙ্গে শিগগিরই বৈঠকে বসার কথা বলেছিল আফগান সরকার। তবে এ ক্ষেত্রে বন্দি থাকা তালেবানের মুক্তি না দেওয়ার শর্ত জুড়ে দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কিন্তু পরে একাধিক গণমাধ্যমে খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্টের নির্দেশে চলতি সপ্তাহে এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেওয়া হচ্ছে।