ট্রাম্পের সঙ্গে ফোনালাপ মোদির
শপথ গ্রহণের এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি। এনডিটিভির খবর।
সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে ফোনালাপের খবর জানিয়েছেন মোদি নিজেই। প্রিয় বন্ধুকে ফোনে অভিনন্দন জানাতে পেরে এক্সের এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি।
এক্সের পোস্টে মোদি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’
এদিকে দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে ভারতের প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের অধিকাংশের ভিসার মেয়াদ শেষ হয়েছে অথবা কানাডা ও মেক্সিকোর সীমান্ত পেরিয় দেশটিতে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা ৪ দশমিক ৮ মিলিয়নে দাঁড়িয়েছে।
এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে প্রস্তুত।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি।