কারাবাখ যুদ্ধে প্রায় ৫ হাজার প্রাণহানি ঘটেছে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, টেলিভিশনে প্রচার করা এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।
পুতিন বলেন, ‘আমাদের সংগ্রহ করা উপাত্ত অনুযায়ী, উভয় পক্ষের মৃতের সংখ্যা প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। আর এ নিয়ে কারাবাখ যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা এরই মধ্যে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি চলে গেছে।’
সম্প্রতি সরকারিভাবে কারাবাখ যুদ্ধে মৃতের সংখ্যা এক হাজারের কম বলে নিশ্চিত করা হয়।