কিউবার ‘আবদালা’ কোভিড টিকার অনুমোদন দিল ভিয়েতনাম

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাস মোকাবিলায় কিউবার ‘আবদালা’ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ভিয়েতনাম সরকার। দেশটিতে আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে স্থানীয় সময় আজ শনিবার এ সিদ্ধান্ত নেয় ভিয়েতনাম সরকার।

ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন সুয়ান ফুক দেশটির রাজধানী হ্যানয় থেকে আনুষ্ঠানিক সফরের জন্য কিউবার রাজধানী হাভানায় যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মোকাবিলায় দেশের জরুরি প্রয়োজনের ওপর ভিত্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয় আবদালা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গত মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ভিয়েতনামে উল্লেখযোগ্য পরিমাণে আবদালা ভ্যাকসিন সরবরাহ করবে কিউবা এবং বছরের শেষের দিকে উৎপাদন প্রযুক্তি সরবরাহ করবে।

ভিয়েতনামে আবদালাসহ এখন পর্যন্ত মোট আটটি করোনার ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভিয়েতনামে এখন পর্যন্ত ৬ দশমিক ৩ শতাংশ মানুষকে অন্তত দুই ডোজ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

ভিয়েতনামে এখন পর্যন্ত ছয় লাখ ৬৭ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৭ জনের।

চীন, লাওস, উত্তর কোরিয়াসহ বিশ্বের পাঁচটি কমিউনিস্ট শাসিত দেশের মধ্যে ভিয়েতনাম ও কিউবা অন্যতম।