কিয়েভসহ প্রধান শহরগুলোতে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Looks like you've blocked notifications!
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির প্রধান শহরগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন আক্রান্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিদ্যুৎ ও পানির সঙ্কট। রাজধানী কিয়েভে দুটি বেশ বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন একজন অধিবাসী।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরের নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার পরপরই রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। সোমবারের এই হামলার লক্ষ্যবস্তু করা হয় ভিনিটসিয়া অঞ্চলকে। তাছাড়া হামলা চালানো হয় দক্ষিণ-পূর্ব দিনিপ্রপেত্রভস্ক, জাপোরিঝঝিয়া ও পশ্চিমাঞ্চলের লভিভ শহরে।

ইউক্রেন এয়ারফোর্সের মুখপাত্র ইউরি ইহনাত জানান রাশিয়া এই হামলায় কৌশলগত বোমারু বিমানও ব্যবহার করে।