কিয়েভ সফরের পরিকল্পনা নেই বাইডেনের : হোয়াইট হাউস

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আশা ছিল—বাইডেন খুব শিগগিরই কিয়েভ সফর করবেন এবং রুশ হামলায় ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখবেন। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঝটিকা সফরে কিয়েভে যাওয়ার পর এমন মন্তব্য করেন জেলেনস্কি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘প্রেসিডেন্ট নয়, এর পরিবর্তে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে কিয়েভে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অথবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন থাকতে পারেন।’

এর আগে গত রোববার সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, ‘এটি অবশ্যই তাঁর (বাইডেন) সিদ্ধান্ত। আর এটি নিরাপত্তা পরিস্থিতির ওপরেও নির্ভর করে। কিন্তু, আমি মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের নেতা, আর সে কারণেই তাঁর এখানে আসা উচিত।’