কুয়েতে বালুচাপা পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
নির্মাণাধীন কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ২ নম্বর টার্মিনাল। ছবি : সংগৃহীত

কুয়েতে বালুর নিচে চাপা পড়ে দুজন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন এবং এক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত দুজন নেপালি বলে জানা গেছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা’র বরাত দিয়ে গালফ নিউজ এসব তথ্য জানিয়েছে।

কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ২ নম্বর টার্মিনালের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন ওই শ্রমিকেরা। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

তিন জন শ্রমিক বালুর নিচে চাপা পড়েছে বলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তিন ঘণ্টার প্রচেষ্টায় দুজনের মরদেহ এবং এক জনকে জীবিত উদ্ধার করে।

গালফ নিউজ জানায়, শ্রমিকেরা বালুর ৩০ ফুট নিচে চাপা পড়েছিলেন।

এ ঘটনায় কুয়েত ইউনিভার্সিটি ও কুয়েতি মিউনিসিপ্যালিটির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়ছেন দেশটির গণপূর্তমন্ত্রী ড. রানা আল ফারিস।

কুয়েতি গণপূর্তমন্ত্রী বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ প্রকল্পে জড়িত কেউ দেশ ছাড়তে পারবেন না। যারা এ ঘটনায় দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।