কোভিডে আক্রান্ত হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। ছবি : রয়টার্স

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া জিওমারা কাস্ত্রো। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক টুইটে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে জিওমারা লিখেছেন, তাঁর উপসর্গগুলো মারাত্মক নয়। এবং তিনি নিভৃতবাসে থেকে প্রয়োজনীয় দায়িত্ব পালন করে যাবেন।

বারো বছর আগে জিওমারার স্বামী ম্যানুয়েল জেলায়া এক অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হন। বাষট্টি বছর বয়সি জিওমারা প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে বামপন্থিরা আবার ক্ষমতায় ফিরল। গত মাসের শেষদিকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিওমারা কাস্ত্রো।

এর আগে কোভিডের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল বলে টুইটে জানিয়েছেন জিওমারা।

এদিকে, জিওমারার শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ অনেকে দেশের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তাঁর শারীরিক কোনো জটিলতা নেই বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উইলিয়াম লাই তাইওয়ানে ফিরে দুই সপ্তাহের নিভৃতবাসে রয়েছেন।