কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের

Looks like you've blocked notifications!
ইসরায়েলের একটি বিশেষজ্ঞ প্যানেল ষাটোর্ধ্বদের চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে। ছবি : সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে ভর করে আসন্ন সংক্রমণের ঢেউয়ের আশঙ্কায় এমন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

ইসরায়েলের ষাটোর্ধ্ব এবং স্বাস্থ্য খাতের লোকজনকে চতুর্থ ডোজ বুস্টার টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ পরামর্শকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলে গতকাল মঙ্গলবার প্রথম ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত রোগীর মৃত্যুর খবরের পরই সে দেশের প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা এলো।

ইসরায়েলে কোভিড আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৪০ জন ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রমিত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলের ৬৩ শতাংশ মানুষ এ পর্যন্ত দুই ডোজ টিকা নিয়েছেন। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ বাসিন্দা ১৪ বছরের কম বয়সি। এজন্য গত নভেম্বরে পাঁচ বছরের বেশি বয়সিদের টিকার আওতায় আনা হয়।

গত সোমবার প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা দেওয়ার যোগ্য প্রতিটি শিশুকে টিকা দিয়ে ফেলতে হবে।

এ ছাড়া নতুন ভ্যারিয়্যান্টের প্রকোপ ঠেকাতে ইসরায়েল এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কানাডাসহ অনেক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে আট হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে।