ক্রমবর্ধমান আফগান সংকট ও মাদক পাচার বিস্তারে আঞ্চলিক শক্তিদের উদ্বেগ
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সংকট এবং সেখান থেকে মাদক পাচার ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলো। গত শুক্রবার এ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকের পর তিন আঞ্চলিক শক্তির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতি দেন।
এএনআই জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ, ভারতের এস জয়শঙ্কর এবং চীনের ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রীরা আফগানিস্তানের পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি উল্লেখ করেছেন।’
বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রীরা আফগানিস্তানে অবিলম্বে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।’
বিবৃতিতে আফগানিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক বৈঠকগুলোর ফলাফল অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য এবং জাতিসংঘে যে প্রাসঙ্গিক প্রস্তাবগুলো নেওয়া হয়েছে, তা সম্মান করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিটিতে দৃশ্যত বিশ্বব্যাপী এ আহ্বানের উল্লেখ করা হয়েছে, যেখানে ক্ষমতাসীন ইসলামপন্থি গোষ্ঠীকে মানবাধিকার, বিশেষ করে আফগান নারী ও সংখ্যালঘুদের সম্মান করার জন্য, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে দেশকে শাসন করার এবং সন্ত্রাসবাদের পাশাপাশি মাদকের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মন্ত্রীরা আফগানিস্তান এবং তার বাইরে থেকে অপিয়েট ও মেথামফেটামাইনের মতো অবৈধ মাদক পাচারের বিস্তারকে মোকাবিলা করার জন্য তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। এ অবৈধ মাদক পাচার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি এবং তা সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করে থাকে।’