ক্রাইস্টচার্চের মসজিদে ফের হামলার হুমকি, গ্রেপ্তার দুই

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ। ছবি : রয়টার্স

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে ২০১৯ সালে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, সে দুটি মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইনে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার হুমকি আসার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে হামলার হুমকি দেওয়া হয়। কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি নিউজিল্যান্ড পুলিশ।

‘যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না,’সবাইকে সতর্ক করে ক্যানটারবেরি জেলা কমান্ডার জনপ্রাইস বিবৃতিতে বলেছেন, ‘আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দুটিতে হামলা চালায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেওয়া হয়নি।

এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। আছে ক্রাইস্টচার্চে। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি ট-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। 

প্রথম ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ ডানেডিনে, দ্বিতীয় ম্যাচ ২৩ মার্চ ক্রাইস্টচার্চে এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় ভোর ৪টা এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সকাল ৭টায় শুরু হবে।

২৮ ও ৩০ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং শেষের দুটি বেলা ১২টায় শুরু হবে।

তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন।

২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।