ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন তাঁর বাসায় পার্টির সময় করা ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন। মানুষের মুখ বন্ধ করতে মাদক পরীক্ষা করালে ফলাফল নেগেটিভও আসে। কিন্তু, এরই মধ্যে ছড়িয়ে পড়ে আরও একটি ‘অযাচিত’ ছবি, যেখানে দুই সুপরিচিত প্রভাবশালী নারী একে অন্যকে চুম্বনরত ছিলেন। ওই অযাচিত ছবির ঘটনায় গতকাল মঙ্গলবার ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী সানা। আজ সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

এনডিটিভির জানায়, গত সোমবার সর্বকনিষ্ঠ বিশ্বনেতাদের একজন প্রধানমন্ত্রী সানা মারিনের মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। একটি পার্টিতে ফিনিশ সেলিব্রিটিদের সঙ্গে নাচ-গানের ভিডিও ভাইরাল হলে মাদক পরীক্ষা করতে দেন সানা। এরপর এই সপ্তাহে আরও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে খুব পরিচিত দুই প্রভাবশালী একে অন্যকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ‘ফিনল্যান্ড’ চিহ্ন দিয়ে ওই দুই প্রভাবশালীর স্তন ঢেকে রাখা ছিল।

প্রধানমন্ত্রী সানা মারিন ওই ছবিটি তাঁর বাসভবনে তোলা ছিল বলে নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমার মতে, ছবিটি উপযুক্ত না। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। এই ধরনের একটি ছবি তোলা উচিত হয়নি। কিন্তু, গেট-টুগেদারে অসাধারণ কিছু ঘটেনি।’

জুলাইয়ে একটি মিউজিক ফ্যাস্টিভেলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুদের ব্যক্তিগত ছবি তোলার পর ৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, ‘তাঁর অবসরকালীন উপভোগ্য সময়ের গোপনীয়তা বলতে কিছু নেই।’ তিনি সমুদ্র উপকূলের বাসভবনে পার্টি বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা স্টিম বাথ (বাষ্প দিয়ে গোছল) করেছি, সাঁতার কেটেছি এবং সময় কাটিয়েছি।’