কয়লা খনি বিরোধী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ আটক

Looks like you've blocked notifications!
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে জার্মান পুলিশ। ছবি : ডয়েচে ভেলে

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে জার্মান পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লা খনি বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। তবে তাকে গ্রেপ্তার করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিম জার্মানির লুয়েতজারাত গ্রামে কয়লা খনি সম্প্রসারণে কাজ চলছে। এতে ওই গ্রামটি ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। তেমনই একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গ্রেটা।

জার্মান পুলিশ বিবিসিকে জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার দেখানো হবে না। বরং ব্যক্তিগত পরিচয়পত্র (আইডি) যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীদের একটি দল গাগসবাইলা-২ নামের ওই কয়লা খনির দিকে যাওয়ার সময় গ্রেটাকে তারা আটক করে। রয়টার্সকে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি খনির ভেতরে লাফিয়ে পড়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চয়তা দেওয়া হয় যে, গ্রেটার সঙ্গে আটক অন্যান্য ব্যক্তিদেরও ব্যক্তিগত পরিচয়পত্র যাচাই শেষে কোনো ধরনের অভিযোগ না দিয়ে ছেড়ে দেওয়া হবে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের তিন সদস্য গ্রেটাকে অনেকটা কোলে করে নিয়ে যাচ্ছেন। এ সময় গ্রেটাকে হাসতে দেখা যায়।