গণহারে উৎপাদনে রাশিয়ার ভ্যাকসিন, ক্রেতা তালিকায় এবার ভিয়েতনাম
বিতর্ক ও প্রশ্নকে তোয়াক্কা না করে নিজেদের অনুমোদিত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন গণহারে উৎপাদন শুরু করেছে রাশিয়া। ভিয়েতনামও এই ভ্যাকসিন পেতে নাম তালিকাভুক্ত করেছে। যদিও করোনার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার বিরোধিতা করায় পদত্যাগ করতে হয়েছে রাশিয়ার শীর্ষ এক চিকিৎসককে।
বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রাশিয়া। এমনকি স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর মেয়েকে সেই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেন।
রাশিয়ার ভ্যাকসিনটির অনুমোদন পাওয়ার পরপরই প্রশ্ন উঠতে শুরু করে। এত তাড়াতাড়ি ভ্যাকসিনের আবিষ্কার, নিয়ম মেনে ট্রায়াল হলো কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এবার তাদের এই সন্দেহ আরো পোক্ত হলো রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এথিকস কমিটির সদস্য এবং খ্যাতনামা চিকিৎসক অ্যালেকজান্ডার চুচলিনের পদত্যাগের পর। নিয়মকানুন না মেনে ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার বিরোধিতা করার কারণেই ইস্তফা দিতে হলো এই চিকিৎসককে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তবে বিতর্ক চললেও নিজেদের অবস্থানে অটুট রাশিয়া। নিজেদের অনুমোদিত এই ভ্যাকসিন গণহারে উৎপাদন শুরু করে দিয়েছে তারা। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এও জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করা যাবে।
এদিকে, রাশিয়ার দাবিতে আস্থা রেখে অন্যদের সঙ্গে ভিয়েতনাম সরকারও টিকাটি কিনতে নাম নিবন্ধন করে নিয়েছে।