গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষে ৭ শিশুসহ নিহত ২১
মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে সাত শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন। গতকাল শনিবার দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১৬৮ কিলোমিটার দূরে জাকাপা বিভাগের গুয়ালান শহরে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
এরই মধ্যে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।
কী জন্য এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ওই বাস ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
এ ছাড়া নিহত ও আহত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
দুর্ঘটনার ছবিগুলোতে দেখা যায়, দুই লেনের মহাসড়কে ট্রাকটি নিজের লেন অতিক্রম করে বাসের ভেতরের অংশে ঢুকে পড়েছে। এতে বাসের একাংশ দুমড়েমুচড়ে গেছে।