‘গোপনে’ শপথ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত

নির্বাচনে অনিয়ম ও কারচুপি বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে ফের বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, অনেকটা গোপনীয়তা রেখে অঘোষিত এক অনুষ্ঠানে ষষ্ঠ মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন লুকাশেঙ্কো।

প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানটি সাধারণত জাকজমকভাবে হয়ে থাকে। এবার কঠোর নিরাপত্তার মধ্যে সেটি হয়েছে। অন্যবারের মতো দিনক্ষণও ঘোষণা করা হয়নি, আচমকা সম্পন্ন হয়েছে এ অভিষেক অনুষ্ঠান।

মধ্য মিনস্কে প্যালেস অব ইন্ডিপেন্ডেনসে এ অনুষ্ঠানে কয়েকশ মানুষ আমন্ত্রিত ছিলেন বলে জানায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টা।

পদত্যাগের দাবির মুখে ফের ক্ষমতাগ্রহণ প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, ‘আমি পারি না, বেলারুশবাসীদের ত্যাগ করার আমার কোনো অধিকার নেই।’

অভিষেক অনুষ্ঠানে হাজির হতে লুকাশেঙ্কোর গাড়িবহরের জন্য বন্ধ করে দেওয়া হয় একাধিক সড়ক।

এদিকে বিরোধী দল অনুষ্ঠানটিকে ‘চোরদের গোপন বৈঠক’ বলে আখ্যা দিয়েছে।

৯ আগস্ট নির্বাচনে অভাবনীয় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। তবে তাঁর বিরুদ্ধে ভোটচুরি ও অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে বেলারুশের মানুষ।