গোয়েন্দা তদন্তের প্রতিবাদ করবেন না ট্রাম্প

Looks like you've blocked notifications!
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই সপ্তাহের শুরুতে এফবিআই এজেন্টরা তার ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে তল্লাশির পরোয়ানা প্রকাশের বিরোধিতা করবেন না। এর আগে তল্লাশির পরোয়ানা জনসম্মুখে উন্মুক্ত করার জন্য ফ্লোরিডার আদালতের কাছে আবেদন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারপর এমন কথা বললেন ট্রাম্প। খবর বিবিসি’র।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তিনি ‘অবিলম্বে মুক্তি’র প্রত্যাশা করছেন। তবে, তিনি তাঁর দাবির পুনরাবৃত্তি করে বলেন, অনুসন্ধানটি অপ্রয়োজনীয় এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

গত সোমবার দেশটির সাবেক রাষ্ট্রপতি ট্রম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চলে। তবে সেই তল্লাশির কারণ এখনো প্রকাশ করেনি বিচার বিভাগ। এখন তল্লাশির পরোয়ানা জনসম্মুখে উন্মুক্ত করার জন্য ফ্লোরিডার আদালতের কাছে আবেদন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যদি তা মঞ্জুর হয়, তবে ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথিগুলো জনসমক্ষে প্রকাশ পাবে।