ঘানায় গির্জা ধসে ১৭ উপাসকের মৃত্যু

Looks like you've blocked notifications!
পূর্ব ঘানায় তিনতলা একটি গির্জা ধসে অন্তত ১৭ জন উপাসকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

পূর্ব ঘানায় তিনতলা একটি গির্জা ধসে অন্তত ১৭ জন উপাসকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আকিয়েম বাতাবি শহরে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বেঁচে ফেরা একজন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ধসে পড়ার সময় গির্জাটির ভেতরে ৬০ জনের মতো মানুষ ছিল।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা গায়ান উইলিংটন বলেন, উদ্ধারকারীরা আটজনকে জীবিত এবং ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় মন্ত্রী এরিক দারফুর বলেন, ‘উদ্ধার হওয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কতজন আটকা পড়েছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

কী কারণে গির্জায় ধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে গির্জার প্রতিষ্ঠাতা ধর্মগুরু ইসাক অফোরি পুলিশকে দদন্ত কাজে সহযোগিতা করছেন।