ঘুমের কারণে ৯/১১ হামলায় বেঁচে গিয়েছিলেন মাইকেল জ্যাকসন!

২০০১ সালের ১১ সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত দিন। এদিন পৃথিবীতে কী হয়েছিল, তা হয়তো কারোরই অজানা নয়। সেদিন কয়েকজন সন্ত্রাসী অপহরণ করা দুটো যাত্রীবাহী উড়োজাহাজ নিউইয়র্কের টুইন টাওয়ারে নারকীয় হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রে ওই সন্ত্রাসী হামলা ছিল নজিরবিহীন। দেশটিতে হওয়া সবচেয়ে বড় ওই সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ।
তবে সেই ৯/১১-এর হামলা থেকে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। কিন্তু কীভাবে বাঁচলেন পপসম্রাট? সে কাহিনী উঠে এসেছিল মাইকেল জ্যাকসনের ভাই জেরমাইন জ্যাকসনের লেখা আত্মজীবনী ‘ইউ আর নট অ্যালোন: মাইকেল : থ্রু অ্যা ব্রাদার্স আইজ’ বইয়ে। দ্য ডেইলি স্টার ডট ইউকে এ খবর প্রকাশ করেছিল।

জেরমাইন জ্যাকসন লিখেছেন, হামলার দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মাইকেল জ্যাকসনের একটি বৈঠক ছিল। কেউ হয়তো তা জানেন না। কিন্তু তার আগের রাতে ঘুমাতে যেতে দেরি করে ফেলেন মাইকেল। রাতে মা ক্যাথেরিনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন মাইকেল। এতে বিছানায় যেতে অনেক রাত হয়ে যায় তাঁর। ফলে সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেননি। আর স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিটিংয়ে যেতে পারেননি। আর এই একটু দেরি-ই মাইকেল জ্যাকসনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়।
হামলার খবর পাওয়ার পরই মাইকেল জ্যাকসন মাকে ফোন করে বলেন, ‘মা আমি ভালো আছি। গত রাতে তোমার সঙ্গে এতক্ষণ কথা বলেছি যে সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্ধারিত বৈঠকে যেতে পারিনি।’
ইতিহাসের কলঙ্কিত ওই ঘটনার প্রায় আট বছর পর ৫০ বছর বয়সে মারা যান কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন।