চাপে পড়ে সমলিঙ্গের বিয়ের বিজ্ঞাপন বন্ধ করল টিভি!
চাপের মুখে পড়ে সমলিঙ্গের বিয়ের আয়োজনের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ‘দ্য হলমার্ক চ্যানেল’। বিয়ের রেজিস্ট্রেশন থেকে পার্টির আয়োজনের কাজ করা বিখ্যাত প্রতিষ্ঠান ‘জোলা’ হলমার্ক চ্যানেলে বিজ্ঞাপন দেয়, যেখানে সমলিঙ্গের বিয়ের আয়োজনের তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞাপনটিতে ছয়টি ছবির মধ্যে চারটিতে সমকামী নারী জুটির বিয়ের দৃশ্য দেখা যায়। তাতে আপত্তি জানায় ‘ওয়ান মিলিয়ন মমস’ নামের রক্ষণশীল মতবাদের একটি সংগঠন।
গতকাল শনিবার টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, পরিবারবান্ধব টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে তারা বিতর্ক সৃষ্টিকারী কোনোকিছু প্রচার করতে রাজি নয়। হলমার্ক বিভক্তি তৈরি করতে চায় না। বিতর্কিত বিষয়াশয় থেকে দূরে থাকার নীতি থেকে তারা এটি বন্ধ করেছে বলে জানায়।
টেলিভিশনটির মূল কোম্পানি ক্রাউন মিডিয়া ফ্যামিলি নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল অ্যাবটের সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানায় রক্ষণশীল সংগঠনটি।
বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান জোলা’র প্রধান বিপণন কর্মকর্তা মাইক চি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, নীতিমালার সঙ্গে মেলেনি বলে সমকামী দুই নারীর চুম্বনদৃশ্যের অনুমোদন দিচ্ছে না হলমার্ক। অথচ বিপরীত লিঙ্গের দুইজনের চুম্বন দৃশ্যের টিভি বিজ্ঞাপন চালাচ্ছে হলমার্ক।
প্রতিষ্ঠানটি হলমার্কে আর বিজ্ঞাপন দেবে না জানিয়ে মাইক চি বলেন, ‘সব প্রেম, বিয়ে আর চুমুই সমান।’
বন্ধ করে দেওয়া বিজ্ঞাপনের একটি অংশে দেখা যায়, সমকামী জুটির দুই নারী একটি সুন্দর বিয়ের আয়োজন দেখে ভাবছে, জোলা’র সেবা নিয়ে বিয়ের আয়োজনটা করলে অনেক সুন্দর হতে পারে তাদের বিয়েটাও।
টিভি বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেত্রী সান্ড্রা বার্নহার্ড হলমার্কের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘সমকামী অনেক নারীকেই আমি চিনি যারা তোমাদের ক্রিসমাসের অনুষ্ঠান দেখবে না।’
তবে হলমার্ক তাদের অনুষ্ঠানমালায় সমলিঙ্গের চরিত্র নিয়ে আরো বেশি কাজ করার কথা জানিয়েছে।