বলিভিয়ায় মিনিবাস দুর্ঘটনায় নিহত ৬
সড়ক দুর্ঘটনার ফাইল ছবি
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় লা পাজ বিভাগে একটি মিনিবাস দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার এল আলতোর আন্তপ্রাদেশিক টার্মিনাল থেকে মিনিবাসটি মুনেকাস প্রদেশের দিকে যাওয়ার সময় এল মিরাদোর এলাকার একটি বাঁকে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ কমান্ডার এদগার কর্তেস।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সড়কের বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এর ফলে গাড়িটি খাদে পড়ে যায়। কর্তেস বলেন, ‘আঘাতটি ছিল বিধ্বংসী। এতে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
পুলিশ প্রধান আরও জানান, আহতদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহতদের লাশ চুমার একটি স্থানীয় সরকারি কার্যালয়ে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)