বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
বলিভিয়ার আন্দেস এলাকার একটি মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবারের (২০ ডিসেম্বর) এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বলিভিয়ার পুলিশ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজের উরুরো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষম বাসটি পড়ে থাকা বেশ কিছু মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’
মার্কো সেসপেডস জানান, আরও তিনজন এই দুর্ঘটনায় আহত হয়েছে এবং তাদের কাছাকাছি এল আলটো শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।
সরকারি তথ্য উপাত্ত বলছে এক কোটি ২০ লাখ অধিবাসীর এই দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪০০ মানুষ মারা যায়। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে চালকের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে।
গত জুলাই মাসে বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি ট্রাক ও বাসের মখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয় এবং আহত হয় আরও ১৬ জন।