চিকিৎসা ব্যয় নিয়ে হতাশা, যুবকের আত্মহত্যা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেল থেকে ২৪ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ওই যুবক আত্মহত্যা করছে বলে ধারণা পুলিশের। তাদের দাবি, নিজের চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় হতাশায় ওই যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমটি জানায়, মঙ্গলবার রাতে নয়াদিল্লির আদর্শ নগর এলাকার একটি আবাসিক হোটেলে উঠেন নিতেশ নামের এক যুবক। এ সময় তার কাছে একটি প্লাস্টিকের ব্যাগ দেখা যায়। ওই ব্যাগটি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ২৪ বছরী ওই যুবক।

পুলিশ বলছে, যখন ওই যুবকের লাশ উদ্ধার করা হয় তখন তার মুখমণ্ডল একটি প্লাস্টিকে প্যাঁচানো ছিল। তার মরদেহের পাশেই একটি অক্সিজেনের সিলিন্ডার ছিল। একটি পাইপের মাধ্যমে প্লাস্টিক ব্যাগের সঙ্গে সংযুক্তি ছিল সিলিন্ডারের। যখন বেশি মাত্রায় অক্সিজেন প্লাস্টিক ব্যাগে যায় তখন বিষক্রিয়া হয় ও এতেই নিতেশ মারা যায়।

এদিকে, নিতেশের মরদেহের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে নিজের রোগ ও চিকিৎসা খরচ বাড়ার কথা লেখা ছিল।