চিনি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করছে ভারত

Looks like you've blocked notifications!
এ মৌসুমে এক কোটি টনের বেশি চিনি রপ্তানি করা যাবে না বলে নির্দেশনা দিতে যাচ্ছে ভারত। ছবি : রয়টার্স

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ভারত। ছয় বছর পর চিনি রপ্তানিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

এ মৌসুমে ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি টনের বেশি রপ্তানি করা যাবে না বলে নির্দেশনা দিতে পারে ভারত। আজ মঙ্গলবার ভারত সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।

বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত। তবে রপ্তানিতে ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশটি।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় বহু দেশের সরকার রপ্তানি নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের পথ বেছে নিয়েছে। আগামী ১ জুন থেকে মালয়েশিয়া মাসে ৩৬ লাখ মুরগি রপ্তানি কমিয়ে আনবে। ইন্দোনেশিয়া সম্প্রতি পাম তেল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেয়।