চীনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিলেন বাহরাইনের ক্রাউন প্রিন্স

Looks like you've blocked notifications!
চীনের তৈরি কোভিড-১৯ রোগের ভ্যাকসিন নিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ। ছবি : সংগৃহীত

চীনের তৈরি কোভিড-১৯ রোগের ভ্যাকসিন নিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ। দেশটিতে তৃতীয় ধাপের ট্রায়ালে প্রিন্স সালমান চীনা কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিন নেন।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আবুধাবিভিত্তিক জি৪২ হেলথকেয়ারের সহযোগিতায় এই ট্রায়াল চলছে। বাহরাইনে ট্রায়ালে অংশ নিচ্ছেন ছয় হাজার মানুষ।

প্রায় তিন সপ্তাহ আগে চীনের সিনোফার্ম ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয় বাহরাইনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইন আন্তর্জাতিক প্রদর্শনী সেন্টারে এই ট্রায়াল হচ্ছে।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘সবার স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত করতে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা বৃদ্ধির মাধ্যমে করোনাভাইরাস মহামারি প্রতিরোধ ও এর বিস্তার সীমিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই ট্রায়াল চলছে।’

বাহরাইনে সিনোফার্মের যে ভ্যাকসিনের ট্রায়াল চলছে, সেটিকেই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রাহমান আল ওয়াইস বলেন, পরীক্ষাধীন এসব ভ্যাকসিন শুধু জরুরি ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।