চীনের করোনা ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকর : আমিরাত

Looks like you've blocked notifications!
চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্মের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন। ছবি : রয়টার্স

চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্মের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন সংক্রমণ ঠেকাতে ৮৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

গত জুলাইয়ে আরব আমিরাতে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রডাক্টের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয়। এরপর গত সেপ্টেম্বরে ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ মানুষের ক্ষেত্রে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় আমিরাত। আর আরব আমিরাতই প্রথম দেশ যারা চীনের তৈরি টিকার আন্তর্জাতিক অনুমোদন দিল।

আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাঝারি ও মারাত্মক সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে এই ভ্যাকসিনটির শতভাগ কার্যকারিতা দেখা গেছে। এ ছাড়া টিকাটির কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিবৃতিতে আরএ জানানো হয়, আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটিকে নিবন্ধিত করেছে আমিরাত। ওই ট্রায়ালে ১২৫ জাতিগোষ্ঠীর ৩১ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেয় বলেও জানানো হয়।