চীনের ভ্যাকসিন কূটনীতিতে চ্যালেঞ্জের মুখে নেপালের তথ্য গোপনীয়তা আইন

Looks like you've blocked notifications!

চীনের ভ্যাকসিন কূটনীতি নেপালে তথ্য গোপনীয়তা আইনের ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। নেপাল কর্তৃপক্ষ বলছে, চীন থেকে ভ্যাকসিন পাওয়া যতটা সহজ মনে হচ্ছে, ঠিক ততটা সহজ হবে না। সংবাদমাধ্যম দি ইকোনোমিক টাইমস এ খবর জানিয়েছে।

কাঠমান্ডুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে চীনের শর্ত হলো— বাণিজ্যিক একটি গোপন চুক্তি করতে হবে নেপালকে। এ কারণে বেশ মুশকিলে পড়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। কিন্তু নিয়মানুযায়ী, নেপালের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে বিস্তারিত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ফলে চীনের এমন শর্ত নেপালের তথ্য গোপনীয়তার আইনের ধারার ওপর আঘাতই বলা যায়।

এ রকম অপ্রকাশ্য চুক্তি মূলত বাধ্যতামূলক গোপন চুক্তিকেই বোঝায়। এর ফলে ভ্যাকসিনের দাম গোপন করাসহ বিস্তারিত অনেক কিছুকে বোঝায়। অপ্রকাশ্য এরকম চুক্তির মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। যেমন— গোপন ব্যবসা, বুদ্ধিবৃত্তিক সম্পদ, পণ্যের ফর্মুলা, পণ্য তৈরি সম্পর্কে তথ্য, কম্পিউটার কোড, আর্থিক তথ্য, অন্যান্য কোম্পানির সঙ্গে চুক্তি ও সম্পদের তথ্য।

কাঠমান্ডু পোস্টকে নেপালের সরকারি এক কর্মকর্তা বলেন, ‘অপ্রকাশ্য ওই চুক্তি করা হলেই কেবল চীনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্ম ভ্যাকসিনের পরিমাণ, মূল্য এবং ভ্যাকসিন পাঠানোর শিডিউল আমাদের জানাবে।’

নেপালের ‘পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিস’-এর একজন কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন, ‘প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে।’