চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬

Looks like you've blocked notifications!
চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

চীনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুই জন। সোমবার (২১ নভেম্বর) হেনান প্রদেশের ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার এই দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় সোমবার বিকালে হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।