চীনে প্রত্যাশার তুলনায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Looks like you've blocked notifications!
চীনের মুদ্রা ইউয়ান ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। ছবি : রয়টার্স

গত এপ্রিল মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। সর্বশেষ মাসে দেশটির রিজার্ভ আগের মাসের তুলনায় বেড়েছে দুই হাজার ১০০ কোটি ডলার। প্রত্যাশার চেয়ে মাসটিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। 

আজ রোববার (৭ মে)  চীন সরকারের প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে। প্রকাশিত তথ্যে চীনা সরকার বলছে, অন্যান্য বৈদেশিক মুদ্রার তুলনায় রিজার্ভে ডলারের পরিমাণ কমেছে। খবর রয়টার্সের।

এপ্রিলে ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। তবে, আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত শক্তিশালী মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে শূন্য দশমিক ৯৪ শতাংশ।

সর্বশেষ মাস অর্থাৎ এপ্রিল শেষে চীনের কাছে ছয় কোটি ৬৭ লাখ ৬০ হাজার আউন্স স্বর্ণ মজুত ছিল। আর গত মার্চে এই পরিমাণ ছিল ছয় কোটি ৬৫ লাখ আউন্স। চীনের রিজার্ভে থাকা স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১৩ হাজার ২৩৫ কোটি।