চীনে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড, বয়স্কদের নিয়ে ভোগান্তি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/19/china.jpg)
চীনে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড হয়েছে। বেইজিংয়ের গবেষকেরা বলছেন—কঠোরভাবে ‘এক সন্তান নীতি’ প্রয়োগের ফলে সন্তান জন্মদানের আগ্রহ কমেছে। ফলে দেশটিতে বয়স্কদের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে এবং শ্রমশক্তি সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে চীনের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন গবেষকেরা। খবর এএনআই’র।
গবেষকেরা বলছেন, জনসংখ্যা কমে যাওয়ার ফলে এবং বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে—যার প্রভাব দেখা যাবে অর্থনীতিতে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে, শ্রমশক্তি কমে যাবে, এবং আয়কর ও রাজস্ব কর কমে যাবে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ফেঙ্ক বলেন, অনেক দিন পর ২০২১ সালে সর্বনিম্ন জন্মহার দেখল চীন। তবে, বর্তমানে চীনা সরকার তার নীতি পরিবর্তন করেছে। তারা অধিক সন্তান জন্মদানে উৎসাহিত করছে।
সংবাদমাধ্যম ইনসাইড ওভারের তথ্য অনুসারে, ২০২০ সালে যেখানে এক কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে, সেখানে ২০২১ সালে শিশু জন্মের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক কোটি ছয় লাখ ২০ হাজার জনে। ২০২১ সালে চীনে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭ মিলিয়নে, যা ২০২০ সালে ছিল ২৬৪ মিলিয়ন।
অন্যদিকে, গবেষকরা বলছেন—এভাবে জ্যামিতিক হারে জনসংখ্যা কমতে থাকলে ২০৫০ সালে চীনের মোট জনসংখ্যার অর্ধেক হবে বয়স্ক মানুষ।
পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, ‘জনসংখ্যাগত চ্যালেঞ্জটি সুপরিচিত। কিন্তু, জনসংখ্যার বার্ধক্যের গতি স্পষ্টতই প্রত্যাশার চেয়ে দ্রুততর।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/02/19/china-inside.jpg 687w)
১৯৪৯ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে ২০২১ সালে সর্বনিম্ন জন্মহার দেখা গেছে চীনে। ২০২১ সালে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ০৩৪ শতাংশ। ১৯৬০ সালের পরে এটি সর্বনিম্ন। ২০২০ সালে চীনে প্রতি এক হাজার জনে জন্মহার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ। গত বছর কমে তা ৭ দশমিক ৫২-এ নেমে এসেছে। কমিউনিস্ট চীন গঠনের পর দেশটি এত কম জন্মহার দেখেনি। ১৯৭৮ সালে তুলনামূলক রেকর্ড শুরু হওয়ার পর থেকে এ হার সর্বনিম্ন। জনসংখ্যায় বৃদ্ধদের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে চীন ২০১৬ সালে কয়েক দশকের পুরোনো ‘এক সন্তান নীতি’ থেকে সরে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু, শহুরে জীবনযাপনের উচ্চ খরচের কারণে দম্পতিরা আরও সন্তান নেওয়া থেকে বিরত থাকেন। ধারাবাহিকভাবে জন্মহার কমতে থাকায় গত বছর বেইজিং দম্পতিদের সর্বোচ্চ তিন সন্তান নেওয়ার অনুমতি দেওয়া শুরু করে।