চীনে হোটেল ধসে নিহত ৮, নিখোঁজ ৯
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/13/60ed096c1d97e.image_.jpg)
চীনের সুঝৌ শহরে একটি আবাসিক হোটেল আংশিক ধসে আটজন নিহত ও নয়জন নিখোঁজ রয়েছে। ছবি : রয়টার্স
চীনের সুঝৌ শহরে একটি আবাসিক হোটেল আংশিক ধসে আটজন নিহত ও নয়জন নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে উপকূলীয় শহরটির সিজি কাইউয়ান হোটেলের একটি অংশ ধসে পড়ে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবারও উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে ভবনটির ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছিল। উদ্ধারকাজে সহায়তা করতে চীনের জরুরি মন্ত্রণালয় সেখানে একটি দল পাঠিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভবন ধসের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীরা কাজ করছে, এমন কিছু ছবিও প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/07/13/capture_0.jpg 517w)
সিজি কাইউয়ান ২০১৮ সালে চালু করা একটি সাশ্রয়ী হোটেল। এই হোটেলটিতে ৫৪টি রুম ছিল বলে একটি অনলাইন বুকিং সাইট থেকে জানা গেছে। হোটেলটির যে অংশটি ধসে পড়েছে সেটি তিনতলা ছিল।