চীন এখনও রাশিয়াকে অস্ত্র দেয়নি : বাইডেন

Looks like you've blocked notifications!
কানাডার অটোয়াতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

চীন এখনও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করতে রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৪ মার্চ) কানাডার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন বাইডেন। খবর রয়টার্সের।

‘গত তিনমাস ধরেই শুনছি রাশিয়াকে যুদ্ধে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে চীন। তারা (চীন) এখনও দেয়নি, এর মানে এই নয় যে তারা দেবেনা। কিন্তু এখনও তারা অস্ত্র দেয়নি’,  বলেন জো বাইডেন। 

এ সময় তিনি আরও বলেন আমি চীনকে হালকাভাবে নিই না, রাশিয়াকেও হালকাভাবে নিচ্ছি না।

দু’দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (২৩ মার্চ) কানাডা পৌঁছেন বাইডেন।