‘চীন করোনাভাইরাস সৃষ্টিও করেনি, ইচ্ছেকৃতভাবে ছড়ায়ওনি’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/26/china-envoy.jpg)
চীন বলেছে তারা করোনাভাইরাস সৃষ্টিও করেনি কিংবা ইচ্ছেকৃতভাবে ভাইরাসটি ছড়ায়ওনি। এ ছাড়া করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বা ‘উহান ভাইরাস’ নাম দেওয়াটা ঠিক নয় বলেও মনে করে চীন।
ইচ্ছেকৃতভাবেই চীনের সঙ্গে করোনাভাইরাসের যোগসূত্র তৈরি করা হচ্ছে বলে গতকাল বুধবার অভিযোগ করেন ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র জি রং। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
বেশ ক্ষুব্ধ স্বরেই জি রং বলেন, বিশ্বের উচিত ‘চীনের মানুষজনকে দোষারোপ’ না করে মহামারির বিরুদ্ধে লড়তে ‘দ্রুত ব্যবস্থা’ নেওয়া। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে ভারত ও চীন, সে বিষয়টি তুলে ধরে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, দুটি দেশই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং এই কঠিন সময়ে মহামারি মোকাবিলায় একে অপরকে সমর্থন করছে।
চীনা দূতাবাসের মুখপাত্র আরো বলেন, ভারতের পক্ষ থেকে চীনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং দুই দেশই এ সংক্রামক রোগের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পক্ষে সমর্থন দিয়েছে। জি রং বলেন, ‘আমরা এ জন্য ভারতের প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই।’
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হচ্ছে, করোনাভাইরাসের সঙ্গে চীন বা দেশটির উহান শহরের যোগসূত্রের বিষয়টি ঠিক নয়, এমন প্রসঙ্গ তুলে ধরে চীনা মুখপাত্র বলেন, ‘যারা চীনের নামকে কলুষিত করার চেষ্টা করছে, তারা বোধ হয় ভুলে যাচ্ছে যে, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় এবং মানবজাতির কল্যাণে বরাবরই চীনের মানুষ বিশাল ত্যাগ স্বীকার করেছে।’
জি রং আরো বলেন, চীনের হুবেই প্রদেশের মানুষ করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হলেও চীনই যে এ ভাইরাসের উৎসকেন্দ্র তা কিন্তু প্রমাণ হয়নি।
“চীন এ ভাইরাসটি তৈরি করেনি কিংবা ইচ্ছেকৃতভাবে ভাইরাসটির সংক্রমণও ঘটায়নি। তাই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে ডাকা একেবারেই ভুল”, বলেন জি রং।
তবে চীনে করোনার সংক্রমণ কিছুটা কমলেও, এখনো পুরোপুরি থামানো যায়নি করোনাকে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৭৮ জনের পরিসংখ্যান দিয়েছে। এর মধ্যে ৭৪ জনই বিদেশ থেকে ওই ভাইরাস শরীরে বয়ে এনেছে বলে জানা গেছে। এদিকে নেদারল্যান্ডসভিত্তিক সংবাদ সংস্থা জানিয়েছে, গত ২৮ ঘণ্টায় চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১১৪ জন। পাশাপাশি আরো ১০ জনের মৃত্যু হওয়ায় চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৮৭ জন।