চীন-ভারত বৈঠক বসছে রাশিয়ায়
লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার মস্কোয় বৈঠকে বসতে যাচ্ছেন ভারত এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীরা। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, দুই পক্ষই আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে।
ভয়েস অব আমেরিকা জানায়, রাজনাথ সিং বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীদের একটি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে রাশিয়ায় গেছেন। সেখানে একই কারণে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গও উপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার ভারতের কাছে এই বৈঠকের জন্য আহ্বান জানিয়েছিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার মস্কোয় ভারতীয় দূতাবাসকে চীনের দূতাবাস দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তাব দেয়। জানা গেছে, ভারত তাতে সায় দিয়েছে। ভারতের সরকারি সূত্রে বলা হয়েছে, শুক্রবার রাতেই দুজনের বৈঠকে হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি লাদাখ সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ২৯ এবং ৩১ অগাস্ট ফের দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে। পাঁচ দিন ধরে ভারত এবং চীনের কম্যান্ডার স্তরের সেনা অফিসারদের মধ্যে বৈঠক চলছে। কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো সমাধানসূত্র বের হয়নি। কোনো পক্ষই পিছু হঠতে রাজি হচ্ছে না।