চীন-ভারত সীমান্ত বিরোধে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

চীন ও ভারত সীমান্তে উত্তেজনায় দুই দেশের মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক ও উপযুক্ত এবং বিষয়টি দুই দেশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এক টুইটবার্তায় গতকাল বুধবার এমনটি দাবি করেছেন ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াও লিজিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, চীন-ভারত সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া আলোচনা ও পরামর্শের মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়গুলো যথাযথভাবে সমাধান করতে উভয়পক্ষই তাদের সম্মুখ-সামরিক ইউনিট এবং দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করছে বলেও জানান তিনি।
লিজিয়ান আরো জানান, উভয়পক্ষের স্বাক্ষরিত চুক্তিগুলো মেনে চলতে এবং চীন ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং এক ওয়েবিনারে বলেছেন, উভয়পক্ষ একে অপরের জন্য হুমকি নয়।
এর মধ্যেই ট্রাম্প জানালেন, চীন ও ভারতকে মধ্যস্থতার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে। এর আগে কাশ্মীর ইস্যুতেও ভারত পাকিস্তানের মধ্যস্থতার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ভারত এতে সম্মতি দেয়নি।
টাম্প টুইটে লেখেন, ‘আমরা ভারত ও চীন উভয় দেশকেই জানিয়েছি, যুক্তরাষ্ট্র তাদের এখনকার সীমান্ত বিরোধের মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’
চীন-ভারত সীমান্তে সর্বশেষ উত্তেজনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস ওয়েল ভারতের অবস্থানকে সমর্থন করে বলেছিলেন, এ উত্তেজনা চীন দ্বারা উত্থাপিত হুমকির স্মারক।
অ্যালিস ওয়েলের এমন বক্তব্যের পরই ট্রাম্প টুইটে চীন-ভারতের মধ্যস্থতা প্রস্তাবের কথা উল্লেখ করেন। তবে ট্রাম্পের এমন বক্তব্য বেইজিংয়ে ক্ষোভ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।