চীন-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ : বেইজিং
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আগের চেয়ে ‘আরও দৃঢ়প্রতিজ্ঞ’।
চীনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা উন্নয়নের সঠিক পথেই আছে।’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন ওয়াং ই।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে আমাদের ইউক্রেন সংকট থেকে শিক্ষা নেওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা এবং নিরাপত্তার অবিভাজ্যতার নীতির ভিত্তিতে সব পক্ষের ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগে সাড়া দেওয়া উচিত। সংলাপ ও আলোচনার মাধ্যমে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা গড়ে তোলা উচিত।’
এদিকে ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, মস্কো চীনকে নতুন ‘গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা’র অংশ হিসেবে স্বাগত জানাচ্ছে।
গত মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর চীনে এটিই ল্যাভরভের প্রথম সফর।
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা এক ভিডিওতে ল্যাভরভকে বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের এবং আমাদের প্রতি সহানুভূতিশীলদের সঙ্গে নিয়ে একটি বহুমুখী, ন্যায্য, গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব।’