জর্ডানে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ১০, আহত ২৫১

Looks like you've blocked notifications!
জর্ডানে গ্যাস লিকেজের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ থেকে ছবিটি ব্যবহার করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ছবি : সংগৃহীত

জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে অন্তত ১০ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছে। জর্ডানে রাষ্ট্রীয় আল-মামলাকা টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানায়।

ট্যাংকারে করে বিষাক্ত গ্যাস নিয়ে যাওয়ার সময় তা লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিভাগ।

আজ সোমবারের এ ঘটনায় স্থানীয় লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। আহত ২৫১ জনের মধ্যে ১৯৯ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় আল-মামলাকা টিভি।