জাতিসংঘের শরণার্থী সংস্থা ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

Looks like you've blocked notifications!
অ্যাঞ্জেলিনা জোলি। ছবি রয়টার্স

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের পদ ছেড়ে দেবেন। যদিও তিনি মানবিক কর্মী হিসেবেই থাকবেন। শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের খবরে জানা গেছে।

প্রতিবেদন বলছে, জোলি ইউএনএইচসিআরের সঙ্গে ২১ বছর ধরে ৬০টিরও বেশি ফিল্ড অ্যাসাইনমেন্টে কাজ করেছেন। এবার জোলি বলেছেন, তিনি বিশ্বব্যাপী সংস্থার বাইরে শরণার্থীদের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান৷

অস্কারজয়ী এই মার্কিন তারকা ২০০১ থেকে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন এবং ২০১২ সালে বিশেষ দূত হয়েছেন। এই বর্ধিত ভূমিকায়, তিনি উদ্বাস্তুদের জন্য সচেতনতা ও সমর্থন গড়ে তুলেছেন এবং তাদের জন্য জরুরি সমাধানের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জোলি একটি বিবৃতিতে বলেন, ‘২০ বছর জাতিসংঘের ব্যবস্থায় কাজ করার পর আমি মনে করি, এখন আমার জন্য ভিন্নভাবে কাজ করা উচিৎ। শরণার্থী ও স্থানীয় সংস্থার সঙ্গে সরাসরি জড়িত থাকার এবং তাদের সমাধানের জন্য সমর্থন করার সময় এসেছে।’ 

জোলি বলেন, ‘আমি শরণার্থী এবং অন্যান্য বাস্তুচ্যুত লোকদের সমর্থনের জন্য আগামী বছরগুলোতে আমার ক্ষমতার সবকিছুই চালিয়ে যাব।’