জাতিসংঘের সাত কর্মকর্তাকে বহিষ্কার করছে ইথিওপিয়া

Looks like you've blocked notifications!
জাতিসংঘের কার্যালয়। ছবি : সংগৃহীত

‘দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ’ করার অভিযোগে জাতিসংঘের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কার করছে ইথিওপিয়া।

বৃহস্পতিবার ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে সাত কর্মকর্তার বিরুদ্ধে ওই অভিযোগ করে বলেছে, তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ইথিওপিয়ার যুদ্ধ-বিধ্বস্ত তিগ্রেই অঞ্চলে সরকার ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করার কারণে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়ছে বলে জাতিসংঘ প্রধান সতর্ক করার কয়েকদিনের মাথায় এই জাতিসংঘ কমকর্তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এদের মধ্যে আছেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘের ত্রাণ বিষয়ক কার্যালয় (ইউএনওসিএইচএ), তিগ্রেইয়ের মানবিক সঙ্কট নিয়ে কাজ করা এবং ত্রাণ সমন্বয়কারী সংগঠনের কর্মকর্তারা।

প্রায় একবছর ধরে ইথিওপিয়া সরকারের সঙ্গে লড়ে আসছে তিগ্রেইয়ের বিদ্রোহীরা। এই সংঘাতের মধ্যেই জাতিসংঘ কর্মকর্তাদের দেশ ছাড়তে বলল ইথিওপিয়া সরকার।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইথিওপিয়ার এই সিদ্ধান্তে মর্মাহত বলে জানিয়েছেন। ইথিওপিয়ার এই নির্দেশ বাস্তবায়িত হলে এটিই হবে কোনও দেশ থেকে জাতিসংঘ মানবিক ত্রাণ কর্মকর্তা বহিস্কারের অন্যতম বড় ঘটনা।

তিগ্রেইয়ে সংঘাত পরিস্থিতির অবনতি এবং সেখানে ত্রাণ প্রবেশ করতে না দেওয়ার ইথিওপিয়া সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ১৭ সেপ্টেম্বরে হুমকি দিয়ে বলেছেন, ইথিওপিয়ায় লড়াই বন্ধ না হলে এবং ত্রাণ সরবরাহের পথ না খুললে দেশটির কর্মকর্তা এবং সংঘাতে জড়িত দলগুলোর ওপর ব্যাপক পরিসরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি।