জাপানের প্রধানমন্ত্রী কিশিদা পুনর্নির্বাচিত

Looks like you've blocked notifications!
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

জাপানের প্রধান সংসদীয় নির্বাচনে ফুমিও কিশিদার ক্ষমতাসীন দল জয় লাভ করেছে। এতে বুধবার জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

দ্বিকক্ষ বিশিষ্ট জাপানি সংসদের লোয়ার হাউসে ৪৬৫ আসনের মধ্যে ২৬১ আসনে জয় পেয়েছে কিশিদার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। খবর ইউএনবির।

৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয় লাভ ফুমিও কিশিদার ক্ষমতায় নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে এবং এটাকে তাঁর দুর্বল সরকারের প্রতি মহামারি বিধ্বস্ত অর্থনীতি, ভাইরাস ব্যবস্থা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় ভোটারদের ম্যান্ডেট হিসেবে দেখা হচ্ছে।

বুধবার কিশিদা তাঁর মন্ত্রিসভা গঠন এবং সংবাদ সম্মেলনে তাঁর অর্থনৈতিক ও অন্যান্য প্রধান নীতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার কথা রয়েছে।