জাপানে মাউন্ট আসোতে অগ্ন্যুৎপাত, নির্গত হচ্ছে ছাই
জাপানের মাউন্ট আসো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতে বিপুল পরিমাণ ছাই ও ধোঁয়া নির্গত হচ্ছে। কর্মকর্তারা আগ্নেয়গিরিটির ভেতর থেকে যে কোনো সময় লাভা ও পাথর ছিটকে আসতে পারে বলে সতর্ক করেছেন।
বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশুতে অবস্থিত এই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে সাড়ে তিন কিলোমিটার ওপরে ছাই উড়তে দেখা গেছে বলে জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আগ্নেয়গিরি ও এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকার আকাশে ব্যাপক ধোঁয়া ও ছাই দেখা গেছে।
দেশটির আবহাওয়া সংস্থা মাউন্ট আসো আগ্নেয়গিরি নিয়ে সতর্কতার মাত্রা তিনে উন্নীত করেছে; মানুষজনকে আগ্নেয়গিরিটির দিকে যেতে নিষেধ করা হয়েছে। জাপানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য পাঁচ মাত্রার সতর্কতা ব্যবস্থা চালু আছে।
আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে প্রায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত লাভার প্রবাহ ও ছিটকে আসা পাথরের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
মাউন্ট আসোতে অগ্ন্যুৎপাত শুরু হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বুধবার দিনের প্রথমভাগে যে ১৬ জন পাহাড়টিতে উঠতে গিয়েছিলেন, তারা নিরাপদেই নেমে এসেছেন বলেও নিশ্চিত করেছে তারা।
টেলিভিশনে প্রকাশিত একাধিক ছবি ও ভিডিওতে আগ্নেয়গিরিটির ওপর ছাইয়ের কালো মেঘ দেখা গেছে; ছাইয়ের কারণে পাহাড়ের বিস্তৃত অংশও ঢেকে গেছে।
কুমামোতো প্রশাসনিক কাঠামোতে অবস্থিত পাঁচ হাজার ২২২ ফুট উঁচু মাউন্ট আসোতে ২০১৯ সালেও স্বল্প সময়ের অগ্ন্যুৎপাত দেখা গেছে।