জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Looks like you've blocked notifications!
জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতীকী ছবি

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এ ভূমিকম্প হয়। খবর এনডিটিভির।

শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে জাপানের উত্তরপূর্বাঞ্চলে। জাপানের প্রচারমাধ্যম এনএইচকের বরাতে খবরে বলা হয়, এ ভূমিকম্প ছিল ৭ দশমিক ৩ মাত্রার। মিয়াগি ও ফুকুশিমায় আঘাত হেনেছে এটি।

ইউএসজিএসও জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে। তবে ইএমএসসি বলছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার।

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমায় অবস্থিত। এখানে ২০১১ সালে ভূমিকম্পে মারত্মক বিপর্যয়ের সৃষ্টি করেছিল।