‘জামিন শেষে নিরাপত্তায় নিয়োজিতরা সানন্দে ইমরান খানকে গ্রেপ্তার করবে’

Looks like you've blocked notifications!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (বাঁয়ে) ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আজ রোববার জানিয়েছেন, ‘পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ামাত্র এই কর্মকর্তারা সানন্দে তাঁকে গ্রেপ্তার করবে।’ পাকিস্তানের জিওটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামাদে ইমরানের খান যে এলাকায় থাকেন, সেই বানি গালায় গতকাল শনিবার রাত থেকেই বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে পেশোয়ার থেকে ইসলামাবাদে ফেরার কথা ইমরান খানের।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আইন অনুযায়ী ইমরান খানের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তাঁর নিজস্ব নিরাপত্তা টিমের কাছ থেকে সহযোগিতাপূর্ণ আচরণ আশা করা হচ্ছে।’

পুলিশের মুখপাত্র বলেন, ‘ইমরান নিয়াজী পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে করা দুই ডজনের বেশি মামলায় আসামি হয়েছেন। এসব মামলায় দাঙ্গাবাজি, সহিংসতা ছড়ানো ও রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর যাঁরা ইমরান খানের জন্য নিয়োজিত হয়েছেন, জামিনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সানন্দে তাঁকে (ইমরান খান) গ্রেপ্তার করবেন।’

ইমরান খানের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনাকেও নাকচ করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

বানি গালায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি পাকিস্তানের রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামাবাদের পুলিশ রাজধানীতে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।